'উন্নয়নশীল বাংলাদেশের উন্নয়নের ধারা অব্যাহত থাকলেও এ ধারাকে প্রতি পদক্ষেপে প্রশ্নবিদ্ধ করে বেকার সমস্যা। এ বেকারত্ব সমস্যা নিরসনে কারো একার উদ্যোগ বড় ভূমিকা রাখতে পারে না। তবে উল্লেখযোগ্য ভূমিকা যে রাখতে পারে তা পরিষ্কার। এমনি একটি উদ্যোগ নিয়েছেন চট্টগ্রামে আধুনিক রেস্টুরেন্ট ব্যবসার পথিকৃৎ মনজুরুল হক। করোনা মহামারীতে যখন বেকারত্ব সামাজিক ব্যাধিতে পরিণত হয়েছে তখনই তিনি বারকোড ফুড জংশনের মাধ্যমে তার পুরানো আর বেকার যুবকদের জন্য কর্মসংস্থানের ব্যবস্থা করে ছিলেন।'
Tags: Food , bangladesh , tea , kabab , paratha , Nan , malai , dosa , masti , Chattogram , barcode , junction , rd rubel , adda
See also:
comments